গ্রাহকদের ৬ কোটি ৩০ লাখ টাকা বীমা দাবির চেক হস্তান্তর করল পপুলার লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রাহকদের বীমা দাবির ৬ কোটি ৩০ লাখ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এতে সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, সিনিয়র ডিএমডি মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের ও মো. হাবিবুর রহমান, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ।
এ ছাড়াও প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।