ফারইস্ট লাইফের সম্পত্তি ও কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় আবেদন

নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের ভবনটিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং অফিস সম্পত্তির নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় আবেদন করা হয়েছে। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ বৃহস্পতিবার (১৫ আগস্ট) লিখিতভাবে এ আবেদন জানান।

আবেদনে বলা হয়, আথিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেস কোম্পানি, প্রধান কার্যালয়, ফারইস্ট টাওয়ার, ৩৫ তোপখানা রোড, ঢাকা-১০০০, এ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতির সুযোগে বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এসে মানববন্ধনের নামে আপত্তিকর শ্লোগান ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং আগামী ১৮ আগস্ট ২০২৪ তারিখে আবার মানববন্ধনের জন্য আসবে বলে হুমকি প্রদান করে।

আবেদনটিতে আরো উল্লেখ করা হয়, ফারইস্ট টাওয়ারে ভাড়াটিয়া হিসেবে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের হেডকোয়াটার্স, ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং ব্যাংক এশিয়ার নিয়ন্ত্রণাধীন আইটি ফার্সসহ অসংখ্য প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এর প্রেক্ষিতে ভবনটিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এবং অফিস সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আগামী ১৮ আগস্ট ২০২৪ তারিখ সকাল ৮টা থেকে অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ফারইস্ট ইসলামী লাইফের ওই আবেদনে।