সোনালী লাইফে পর্যবেক্ষক নিয়োগসহ ৪ নির্দেশনা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ পরবর্তী উদ্ভুত জটিলতা নিরসনের জন্য পর্যবেক্ষক নিয়োগসহ ৪টি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার (২ সেপ্টেম্বর) যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নিয়ন্ত্রক সংস্থাসহ বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক পরিচালনা পর্ষদকে সাসপেন্ড ও প্রশাসক নিয়োগ পরবর্তী বিরাজমান উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মাননীয় অর্থ উপদেষ্টা সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।
এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে পর্যবেক্ষক (অবজার্ভার) হিসেবে মনোনয়ন প্রদান করা হলো। তিনি উক্ত কোম্পানির সার্বিক কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে অবহিত করবেন।
আইনি জটিলতা নিরসনের লক্ষ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক দায়েরকৃত সকল রিট মামলা প্রত্যাহারের শর্তে উক্ত কোম্পানিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক দু’জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হবে। তন্মধ্যে হতে একজনকে অন্তবর্তীকালীন বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আইডিআরএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নিয়োগকৃত অডিট ফার্ম কর্তৃক অডিট কার্যক্রম সম্পন্ন করার পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর অডিট রিপোর্ট দাখিল করতে হবে; এবং যতদ্রুত সম্ভব অর্তবর্তীকালীন বোর্ড কর্তৃক বিধি মোতাবেক নিয়মিত বোর্ড অব ডিরেক্টরস গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও গঠিত বোর্ডের নিকট দায়িত্ব হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ১৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে চলতি বছরের ২১ এপ্রিল প্রশাসক নিয়োগ করে আইডিআরএ। পরে ১৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জুলাই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন- দুদক।
অপর দিকে জুলাই মাসেই সোনালী লাইফের ১০ বছরের ব্যবসায়ীক কর্মকান্ডের দুর্নীতি ও অনিয়ম ক্ষতিয়ে দেখতে নিরীক্ষা প্রতিষ্ঠান হুদাভাসিকে নিয়োগ করে আইডিআরএ। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও সোনালী লাইফের অনিয়ম দুর্নীতি ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে।