বন্যা কবলিত অঞ্চলের বীমা গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করার তাগিদ আইডিআরএ’র
নিজস্ব প্রতিবেদক: বন্যাকবলিত অঞ্চলে বীমা গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধে উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এসব এলাকার গ্রাহকদের বীমা দাবি সংক্রান্ত তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করে তা কর্তৃপক্ষকে অবহিত করতেও বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার সরকারি বেসরকারি সকল বীমা কোম্পানি ও করপোরেশনকে দেয়া এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বন্যা কবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়াতে সরকার ত্রাণ সহায়তাসহ নানা উদ্যোগ নিয়েছে। এসব এলাকার বন্যা ক্ষতিগ্রস্ত বীমা গ্রাহকরা খুবই দরিদ্র। এমন পরিস্থিতিতে ওই সব অঞ্চলে বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো বীমা কোম্পানিগুলোর নৈতিক দায়িত্ব। নির্ধারিত সময়ে বীমা গ্রাহকদের বিশেষ করে জীবন বীমার গ্রাহকদের মৃত্যুদাবি, মেয়াদউত্তীর্ণ দাবি ও সার্ভাইবাল বেনিফিট পরিশোধ করা আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই এসব অঞ্চলের গ্রাহকদের সব ধরণের দাবি দ্রুত পরিশোধে করে তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেয়া হল।
উল্লেখ্য বীমা আইন ২০১০অনুযায়ী দাবি উত্থাপনের ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করার বিধান রাখা হয়েছে।