বিজিআইসি’র ১০% নগদ লভ্যাংশ অনুমোদন
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।
সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক পরিচালক মো. শাকিল রিজভী, মনোনীত পরিচালক মোহাম্মদ মনজুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক নাসির উদ্দিন চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ।