মুখ্য নির্বাহীদের নিয়ে মতবিনিময় সভা ডেকেছে বিআইএফ

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র উদ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ (বুধবার) বিকেল ৪টায় রাজধানীর ৩৬ দিলকুশাস্থ পিপলস ইন্স্যুরেন্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেবেন দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে মতবিনিময় সভায় অংশ নেয়া আহবান জানিয়েছেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।