টেকসই ব্যবসা নিয়ে এগিয়ে যাচ্ছে জেনিথ ইসলামী লাইফ: আহমদ ইমরান লস্কর

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফের নেতৃত্বে স্থিতিশীলতা থাকার কারণে কোম্পানিতে স্থিতিশীল গ্রাহকের সংখ্যা অনেক। এর ফলে বীমা কোম্পানিটি টেকসই ভিত্তি পেয়েছে। এটা জেনিথ ইসলামী লাইফের একটি শক্তিশালী দিক।

এ ছাড়াও নতুন বীমা কোম্পানিগুলোর মধ্যে জেনিথ ইসলামী লাইফ অন্যতম একটি বীমা কোম্পানি যারা গ্রাহককে বোনাস দিতে পেরেছে।

এসব কথা বলেছেন একচ্যুয়ারি বাংলাদেশের সিইও আহমদ ইমরান হাসান লস্কর। শনিবার (১২ অক্টোবর) কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলনে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন।

আহমদ ইমরান হাসান লস্কর বলেন, লাইফ বীমা কোম্পানি গঠনগত দিক থেকে শক্তিশালী। কারণ, প্রত্যেক বছর ভ্যালুয়েশন করার কারণে এসব কোম্পারির সম্পদ ও দায়ের মধ্যে ভারসাম্য থাকে।

এ ছাড়াও বীমা খাতের আইন ও বিধি-বিধানের সুষ্ঠু প্রয়োগ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো শক্তিশালী করতে পারলে এ খাতের ভবিষ্যৎ উজ্জল বলেও মন্তব্য করেন আহমদ ইমরান হাসান লস্কর।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক প্রফেসর মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী।