ইসলামী অর্থনীতির জন্য কাজ করছে জেনিথ ইসলামী লাইফ: সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইসলামী অর্থনীতির জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক প্রফেসর মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী।
শনিবার (১২ অক্টোবর) কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী বলেন, লাইফ বীমার মূল কথা হলো দাওয়া (কমিউনিকেশন); একজনকে আহবান করা। ইসলামী অর্থনীতির জন্য মানুষকে আহবান করা। এখানে অন্যকে বুঝাতে হয়।নিজেও বুঝতে হয়।
তিনি বলেন, দাওয়া ইসলামের অন্যতম দায়িত্ব। এই (বীমা কোম্পানির) কাজের মধ্যে আমি দাওয়া সুন্দর পেয়েছি। বুঝে-শুনে এই কাজ করতে হয়। পড়াশোনা করে এই কাজ করতে হয়। এই দাওয়ার মাধ্যমে সবার কল্যাণ কামনা করা হয়।
জেনিথ ইসলামী লাইফের শরীয়া বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দিন জাফরী বলেন, এখানে (বীমা কোম্পানিতে) মুসলিম-অমুসলিম সবার জন্যই কাজ করা হয়। মুসলমান সাম্প্রদায়িক হয় না। সবার কল্যাণে কাজ করে।
সুতরাং এখানে এক কাজেই দুই কাজ করা হয়। অর্থনীতির দিক দিয়ে কল্যাণ কাজ করা হয় এবং দাওয়ার কাজ করা হয়। কারণ, অমুসলিমরাও জানবে-বুঝবে যে কেন এটা ইসলাম হলো। অর্থাৎ ইসলামী বীমার মাধ্যমে মানুষকে ইসলামী অর্থনীতির দিকে আহবান করা হয়।
তিনি বলেন, এই কোম্পানির মুখ্য নির্বাহী একজন যোগ্য লোক। আমি যখন শরীয় বোর্ড সভায় তার সাথে প্রথম কথা বলেছি তখন মনে হয়েছে উনি যোগ্য লোক, আজকেও কথা বলে তাই মনে হয়েছে। তার জ্ঞান, নির্বাহী ক্ষমতা এবং অর্গানাইজিং ক্যাপাসিটি –সব কিছু মিলিয়ে তিনি একজন যোগ্য লোক।
সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী বলেন, এই কোম্পানির সাথে আমি যুক্ত আছি, শরীয়া বোর্ডের চেয়ারম্যান। কোম্পানির শরীয়া সভায় আমি উপস্থিত হয়েছি। দেখেছি, তারা ইসলামী অর্থনীতির জন্য কাজ করছে। সব দিক থেকে এটি ইসলামী বীমা কোম্পানি।