রোহিঙ্গাদের সহায়তা দেবে ফারইষ্ট ইসলামী লাইফের চট্টগ্রামের কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের আর্থিক সহায়তা দিতে যাচ্ছে বেসরকারী বীমা প্রতিষ্ঠান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রাম ডিভিশনের উন্নয়ন ও ডেস্ক কর্মকর্তা-কর্মচারীরা। ব্যক্তিগত উদ্যেগে আগামী ২০ সেপ্টেম্বর তাদের একটি সাহায্যকারী টিম ত্রাণ সামগ্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবে।
এজন্য আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানিটির চট্টগ্রাম ডিভিশনের সকল উন্নয়ন ও ডেস্ক কর্মকর্তা-কর্মচারীকে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানানো হয়েছে। ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ডিভিশন অফিস (সাবী) এর জেইভিপি ও ইনচার্জ এম খোরশেদুল আলম চৌধুরী মানবিক সাহায্যের এ আহবান জানিয়েছেন।
তাদের সাহায্যের উপকরণের মধ্যে থাকছে- নারী-পুরুষ ও শিশুদের জামা কাপড়, শুকনো খাদ্য সামগ্রী, নগদ টাকা ইত্যাদি। সহযোগিতার এসব সামগ্রী নিজ দায়িত্বে স্ব-স্ব সার্ভিস সেন্টার ইনচার্জকে প্রদানের অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর অভিযানের কারণে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজারের বেশি শরণার্থী বাংলাদেশে এসেছে বলে ধারণা করছে ত্রাণ সংস্থাগুলো। তবে স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিরা বলছে শরণার্থীর সংখ্যা আসলে সাড়ে ৫ লাখের বেশি। আপনজন ও সহায়-সম্বল হারিয়ে শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছে এসব রোহিঙ্গা।