সাধারণ বীমা করপোরেশনের ২ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ বীমা করপোরেশনের দুটি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহীমুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র অফিসার (গ্রেড-১০) পদের এমসিকিউ পরীক্ষা আগামী ১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে সহকারী ম্যানেজার (গ্রেড-৯) পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায়।

জুনিয়র অফিসারের পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৩৭৯ এবং সহকারী ম্যানেজারের পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৭২২।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

পরীক্ষার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।