২৪ ঘণ্টায় মৃত্যুদাবি পরিশোধ করল এলআইসি বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুদাবি উত্থাপনের ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধ করেছে দেশের প্রথম দেশি-বিদেশি মালিকানার বীমা কোম্পানি এলআইসি বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রথম এই মৃত্যুদাবির ৮ লাখ টাকার চেক মঙ্গলবার হস্তান্তর করা হয়েছে।
গ্রুপ বীমার অধীনে পলিসিটি নিয়েছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর মতিঝিল শাখার সিনিয়র অফিসার আর কে চন্দ্র। ৫৭ বছর বয়সী এই কর্মকর্তার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে।
এলআইসি বাংলাদেশ লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা অরুপ দাস গুপ্ত ইন্স্যুরেন্সনিউজবিডি'কে বলেন, ডেথ সার্টিফিকেটসহ সমস্ত পেপার আমরা কমপ্লিট পেয়েছিলাম। একারণে আমরা দ্রুত দাবিটি পরিশোধ করতে পেরেছি।
তাছাড়া, দ্রুত ও সর্বোচ্চ সেবা প্রদান করাই আমাদের উদ্দেশ্য। কম্পিউটারে সবকিছূ প্রসেস হওয়ায় দাবি পরিশোধে আমাদের সময় লাগে না।