সকালে পলিসি করে রাতেই গ্রাহকের মৃত্যু

তিন হাজার টাকা প্রিমিয়ামে ১ লাখ ৭০ হাজার টাকার মৃত্যুদাবি দিল জেনিথ ইসলামী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: পরিবারের আর্থিক নিরাপত্তার কথা ভেবে জেনিথ ইসলামী লাইফে একটি বীমা পলিসি করেন মুন্সিগঞ্জের বাচ্চু শেখ। মাসিক এই বীমা পলিসির ৩ হাজার টাকা প্রিমিয়ামও দেন তিনি। দুঃখজনকভাবে যেদিন বীমা পলিসিটি করেন সেদিন রাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বাচ্চু শেখ।

প্রিমিয়ামের ৩ হাজার টাকার বিপরীতে গ্রাহকের পরিবারকে ১ লাখ ৭০ হাজার টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ। রোববার (২৬ জানুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বীমা গ্রাহকের নমিনির হাতে মৃত্যুদাবির এই চেক হস্তান্তর করা হয়।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক মরহুম বাচ্চু শেখের মেয়ে ও পলিসির নমিনী ফারজানা আক্তার নিকট এই চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি ডাক্তার মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এএমডি মো. ইউসুফ জামাল। সভার সভাপতিত্ব করেন ডিএমডি মো. বাবু বেপারী।

বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের বাছাইকৃত শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।