স্বদেশ ইসলামী লাইফের জরিমানা পরিশোধের তাগিদ আইডিআরএ’র
নিজস্ব প্রতিবেদক: স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে জরিমানা পরিশোধের তাগিদ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সংস্থাটির আইন অনুবিভাগের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ (উপসচিব) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে বীমা আইন ২০১০ এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নং লাইফ ৩ (খ)/ ১০১২ সুস্পষ্ট লংঘন করায় ২০২৩ সালের ১০ মে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আরোপ করে আইডিআরএ।
তবে স্বদেশ ইসলামী লাইফ কর্তৃপক্ষের কাছে জরিমানা মওকুফের জন্য রিভিউ আবেদন করে। কর্তৃপক্ষ রিভিউ আবেদন খারিজ করে পূর্বের আদেশ বহাল রেখে জরিমানা পরিশোধের জন্য কোম্পানিকে চিঠি দেয়। তবে সেই জরিমানা এখনো পরিশোধ করেনি বীমা কোম্পানিটি।
এই প্রেক্ষিতে আরোপিত জরিমানার ৫ লাখ টাকা কর্তৃপক্ষের নামে পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য স্বদেশ ইসলামী লাইফকে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় বীমা আইন ২০১০ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি করা হয়েছে আইডিআরএ’র চিঠিতে।