বিকালে ১০৬৮ গ্রাহকের বীমা দাবি পরিশোধ করবে পপুলার লাইফ

নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একসঙ্গে ১০৬৮ জন বীমা গ্রাহকের দাবি পরিশোধ করতে যাচ্ছে। আজ সোমবার বিকাল ৩টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি থাকবেন আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ বিষয়ে বি এম ইউসুফ আলী বলেন, বর্তমানে বীমাখাতে বীমা দাবি নিয়ে নানান ধরণের অভিযোগ উঠছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ধরণের অনাস্থা তৈরি হয়েছে বীমাখাতে। গ্রাহকসেবা ও বীমার প্রতি তাদের আস্থা ফেরানোর জন্যই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করেছে পপুলার লাইফ।