আইডিআরএ’র ৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রোগ্রামার, উপ-পরিচালক, সহকারী পরিচালক, কর্মকর্তা, কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর এই ৬টি শূন্য পদে মোট ১৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৩ এপ্রিল) আইডিআরএ’র ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ এপ্রিল থেকে ২৪ মে ২০২৫ ইং বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রোগ্রামার পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে। বয়সের সর্বোচ্চ সীমা ৩৫ বছর। এই পদে যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।
এছাড়াও অভিজ্ঞতা চাওয়া হয়েছে সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধাস্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রোগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্যূন ৪ বছরের।
উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হবে ৫ জন। বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর। সেক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
এছাড়াও অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো আর্থিক প্রতিষ্ঠানে অন্যূন ৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বীমা সোসাইটি বা ইনস্টিটিউট এর ফেলোশিপ অথবা এসোসিয়েটশীপ অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের পেশাগত দক্ষতাসহ বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস এর ফেলোশিপ অথবা এসোসিয়েটশীপ।
সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হবে ৫ জন। বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর। যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে ১ জন। বয়স এর সর্বোচ্চ সীমা ৩২ বছর। যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে ৫ জন। বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর। যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর পদে ২ জন নিয়োগ দেয়া হবে। বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর। যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
আরো জানতে এখানে ক্লিক করুন