আইডিআরএ'র নতুন সদস্য বোরহান উদ্দিন আহমেদ
ডেস্ক রিপোর্ট: বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বোরহান উদ্দিন আহমেদ।
গত ২৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার নিয়ন্ত্রক সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোরহান উদ্দিন আহমেদ ২ অক্টোবর ২০১৭ তারিখে আইডিআরএ সদস্য হিসেবে যোগদান করেন।
কর্তৃপক্ষে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধিভুক্ত সিপিটিইউ'র রিভিউ প্যানেল-৪ এর সদস্য এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ এর স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।