জেনিথ লাইফের বার্ষিক সম্মেলনে ২২ লাখ টাকা বীমা দাবির চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে একজন গ্রাহকের মৃত্যুদাবি ও চারজন গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হোটেল সী-প্যালেসে এ সম্মেলনে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের ১ জন বীমা গ্রাহকের মৃত্যুদাবি এবং ৩ জন গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি বাবদ সর্বমোট ২২ লাখ ৩০ হাজার ৬০৫ টাকার চেক হস্তান্তর করা হয়। এরমধ্যে মৃত্যুদাবির পরিমাণ ৩ লাখ ২৪ হাজার ৩০ টাকা। এই গ্রাহক ১ লাখ ১০ হাজার টাকার প্রিমিয়াম দিয়ে মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এবং বীমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর কাছ থেকে গ্রাহকদের পক্ষে সংশ্লিষ্ট সংগঠন প্রধানরা এসব চেক গ্রহণ করেন।