আইডিআরএ'র মধ্যস্থতায় ২৪ কোটি টাকার দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র মধ্যস্থতায় যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস্ লিমিটেড এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যকার ২৩ কোটি ৯৮ লাখ ১ হাজার ১৫ টাকার বীমা দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় কর্তৃপক্ষের সভাকক্ষে চেক হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর উপস্থিতিতে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এনামুল হক যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর এবিএম শামসুল হাসান (জেনারেল ম্যানেজার, যমুনা গ্রুপ) এর নিকট বীমা দাবির এই চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ, কর্তৃপক্ষের উপদেষ্টা, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা এএমএম মহিউদ্দিন চৌধুরী, কোম্পানি সেক্রেটারি শেখ আনোয়ার উদ্দিন, প্রধান হিসাব কর্মকর্তা শিমুল কান্তি বড়ুয়া, অবলিখন বিভাগের প্রধান কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন, বীমা দাবি বিভাগের প্রধান কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং কোম্পানির মতিঝিল, দিলকুশা শাখার শাখা ব্যবস্থাপক ও ডিএমডি শামসুদ্দিন আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। (সংবাদ বিজ্ঞপ্তি)