দ্রুত দাবি নিষ্পত্তি বীমা শিল্পের প্রসারে ভূমিকা রাখবে: আইডিআরএ চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: দ্রুত দাবি নিষ্পত্তি বীমা শিল্পের প্রসারে অগ্রগণ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, দাবি নিষ্পত্তির মাধ্যমে অনেক বীমা কোম্পানি তাদের দাবি নিষ্পত্তিতে আগ্রহ পাবে, বীমা গ্রহীতাও বীমা গ্রহণে আগ্রহী হবে।

আইডিআরএ'র মধ্যস্থতায় যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস্ লিমিটেড এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যকার ২৩ কোটি ৯৮ লাখ ১ হাজার ১৫ টাকার বীমা দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এই চেক হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিআরএ।

শফিকুর রহমান পাটোয়ারী বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে যোগদানের পর যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস্ লিমিটেডের বীমা দাবির বিষয়ে অবগত হয়েই দাবি নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ফলে যোগদানের এক মাসের মধ্যেই দাবিটি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ সৃষ্টির পর আজ এই চেক হস্তান্তরের মাধ্যমে বড় অঙ্কের বীমা দাবি নিষ্পত্তির ইতিহাস সৃষ্টি হলো। এজন্য বীমাকারী ও বীমা গ্রহীতা উভয় পক্ষকে ধন্যবাদ জানান।

কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস বলেন, বীমা দাবিটি নিষ্পত্তিতে কর্তৃপক্ষের উদ্যোগ এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং যমুনা গ্রুপের সহযোগিতা কার্যকর ভূমিকা রেখেছে। তিনি এ ধরণের দাবি সংশ্লিষ্ট সকল বীমা কোম্পানিকে দ্রুততার সাথে নিষ্পত্তি করার অনুরোধ জানান। তিনি বলেন, বীমা দাবি দ্রুততার সাথে নিষ্পত্তি করলে বীমা শিল্পের প্রসার হবে এবং বীমার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

ফেডারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এনামুল হক আইডিআরএ কর্তৃক এমন উদ্যোগ গ্রহণ এবং বীমা দাবি নিষ্পত্তিতে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, কর্তৃপক্ষের একজন উদ্যোমী এবং কর্মঠ চেয়ারম্যানের কার্যকর ভূমিকার ফলে এতদ্রুত দাবিটি নিষ্পত্তি করা সম্ভব হলো। তিনি এসময় বীমা ব্যবসায় সুস্থ প্রতিযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস্ লিমিটেডের পক্ষে যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার এবিএম শামসুল হাসান বীমা দাবিটি নিষ্পত্তির জন্য কর্তৃপক্ষ এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে যমুনা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।