জেনিথ ইসলামী লাইফের ৪ লাখ টাকার গ্রুপ বীমা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: মেঘনা ব্যাংক লিমিটেডের গ্রুপ বীমা দাবির ৪,০০,০০০ (চার লাখ) টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের নিকট চেকটি হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (চ. দা.) এস এম নুরুজ্জামান।

মেঘনা ব্যাংকের কর্মচারি মো. আসাদুজ্জামান খান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গ্রুপ বীমার এ দাবি পরিশোধ করা হয়। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)