স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে

মিছিল পূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান আইডিআরএ'র

আবদুর রহমান: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মূল অনুষ্ঠানের যোগদানের জন্য এক বিশাল মিছিলের আয়োজন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । দেশের বীমা শিল্পের কোম্পানিগুলোর কর্মকর্তা এবং এ খাতে নিয়োজিত কয়েকশ' কর্মী এ মিছিলে অংশগ্রহণ করার জন্য কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে জমায়েত হয়।

এসময় বীমা কর্মীদের হাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে কৃতিত্ব অর্জনের জন্য সরকারের প্রসংশা করে বিভিন্ন ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিল।

মিছিলে যোগদান করতে আসা বীমা কর্মীরা আইডিআরএ'র সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গাওয়া হয় এবং নেচে-গেয়ে দেশে এই উন্নয়নকে স্বাগত জানায় বীমা কর্মীরা।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারের সবগুলো মন্ত্রণালয় এতে অংশ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করার কথা রয়েছে।