দেশের উন্নয়নে অংশীদার হতে বীমাখাতের সকলকে একযোগে কাজ করার আহবান
নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে অন্যান্য খাতের সঙ্গে অংশীদার হতে বীমাখাতের সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।
তিনি বলেন, দেশের এই অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বীমাখাতে উন্নয়নে আইডিআরএ'র পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে আমরা আশা করছি উন্নয়নের এই অগ্রগতির সহায়ক হবে।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদানের পূর্বে আইডিআরএ কার্যালয়ের সামনে বীমা কর্মীদের সমাবেশে কর্তৃপক্ষের চেয়ারম্যান এসব কথা বলেন। বীমা শিল্পের কোম্পানিগুলোর কর্মকর্তা এবং এ খাতে নিয়োজিত কয়েকশ' কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
শফিকুর রহমান পাটোয়ারী বলেন, অন্যান্য খাতের উন্নয়নের মতোই আমরা বীমাখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রথম পর্যায়ে যতটুকু উন্নয়ন হয়েছে সেটা আমাদের জন্য খুবই গর্বের। দেশের উন্নয়নে বীমাখাতের যোগ্য অংশীদারী নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান শফিকুর রহমান পাটোয়ারী।
আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস বলেন, বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি পেয়েছে। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রথম ধাপ আমরা অর্জন করেছি। এটা আমাদের জন্য খুবই গর্বের। আমরা মনে করি বীমাখাতের উন্নয়নের মাধ্যমে এই অগ্রগতি অব্যাহত থাকবে।
বিএম ইউসুফ আলী বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি উন্নয়ন ত্বড়ান্বিত হচ্ছে। এটি বর্তমান সরকারের কৃতিত্ব। সরকার অর্থনৈতিক উন্নয়ন, সার্বিকভাবে দেশের উন্নয়নে যেভাবে ভূমিকা রাখছে তা খুবই গর্বের। এই বিষয়টা সবাইকে উপলব্ধি করতে হবে।