বীমা খাতের প্রতি বীমা ডিগ্রিধারীদের দায়িত্ব
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা ডিগ্রিধারী- হ্যাঁ এখানে বিশেষ করে এসিআইআই এবং অন্যান্য বীমা ডিগ্রিধারীদের কথা বলা হচ্ছে, যাদের বীমা খাতের প্রতি দায়িত্ব অন্যদের তুলনায় অধিক। আর সেই দায়িত্ব অস্বীকার বা এড়ানোর কোন যথার্থ কারণ নেই।
কাজের ব্যস্ততার মাঝে সময় বের করা সহজ ব্যাপার নয়। কিন্তু সময় নাই এই অজুহাতে হাত-পা গুটিয়ে বসে থাকা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
স্ব স্ব চাকরি এবং কাজের পাশাপাশি এই সমস্ত বীমা ডিগ্রিধারীর আরেকটি দায়িত্ব হচ্ছে নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগাভাগি করা।
নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা নিজেদের মধ্যে ধরে রাখার কোনো কৃতিত্ব বা সার্থকতা নেই। এই মনোভাব এক প্রকার স্বার্থপরতা এবং হীনমন্যতার পরিচয় বহন করে, যা কোনভাবেই কাম্য নয়।
বীমা খাতের পরিবর্তন এবং উন্নয়ন বীমা ডিগ্রিধারীদের হাত ধরেই আসতে পারে। এ ব্যাপারে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আসুন আমরা এই সম্প্রদায়ের সকলে আমাদের দায়িত্ব এবং সচেতনতাবোধ এবং নিজ নিজ জায়গা থেকে আমাদের সাধ্যমত বীমা খাতের উন্নয়নে কাজ করে যাই।
বীমা খাতের বর্তমান বিরাজমান নৈরাজ্যজনক অবস্থা দেখে হতাশ হবার কোন কারণ নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর পরিবর্তন আনা সম্ভব।
তবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, এ ব্যাপারে বীমা খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে সততা এবং দায়িত্বের সাথে কাজ করতে হবে। তবেই বর্তমান অবস্থার উত্তরণ সম্ভব হতে পারে।