বাধ্যতামূলক তৃতীয় পক্ষ মটর বীমা পুনঃপ্রতিষ্ঠা প্রসঙ্গে

একেএম এহসানুল হক, এফসিআইআই: পৃথিবীর বিভিন্ন দেশে আইন করে তৃতীয় পক্ষ মটর বীমা বাধ্যতামূলক করা হয়েছে।

তৃতীয় পক্ষ মটর বীমা বাধ্যতামূলক করার পেছনে যথেষ্ট যুক্তি এবং সামাজিক ও মানবিক কারণ মিলিত।

এই আইন প্রণয়নের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে জনস্বার্থ বিশেষ করে তৃতীয় পক্ষের স্বার্থ রক্ষা করা।

গাড়ীর মালিক, পরিবহন মালিক বা বীমা কোম্পানির স্বার্থ রক্ষার্থে এই আইন সৃষ্টি করা হয়নি।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গরীব ও নিরীহ পথচারী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে বা শারীরিক অনিষ্টতায় ভোগে বা ক্ষতিগ্রস্ত হয়। বাধ্যতামূলক তৃতীয় পক্ষ মোটর বীমা সড়ক দুর্ঘটনায় নিহত অসহায় ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার খরচ প্রদানের দায়িত্ব বহন করে থাকে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রতিষ্ঠিত তৃতীয়পক্ষ মটর বীমার ব্যখ্যা নিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহলে ভুল ও ভ্রান্তির সৃষ্টি হয়েছে যা অনাকাঙ্খিত এবং দুঃখজনক।

কতিপয় বীমা কোম্পানি এবং বীমা কতৃপক্ষের বিষয়টির গুরুত্ব অনুধাবন না করার কারণকে বর্তমান বিশৃঙ্খলা এবং অরাজকতার জন্য দায়ী বলে মনে করেন বীমা বিশেষজ্ঞরা।

এ কথা ভেবেও আতঙ্কিত হতে হয় যে, বর্তমানে সারাদেশে লাখ লাখ গাড়ী বীমা ছাড়া অবৈধভাবে রাস্তায় চলাচল করছে। যা অন্য কোন দেশে সম্ভব নয়।

বাধ্যতামূলক তৃতীয় পক্ষ মটর বীমাকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে তার আশু সমাধান একান্ত প্রয়োজন।

জনস্বার্থে অনতিবিলম্বে বাধ্যতামূলক তৃতীয় পক্ষ মটর বীমা পুনঃপ্রতিষ্ঠা করা হোক সংশ্লিষ্ট সকলের এটাই দাবী।