দুর্নীতি বীমা খাতের উন্নয়নের প্রধান অন্তরায়

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: সরকারি এবং বেসরকারি পর্যায়ে সকলেই বীমা খাতের উন্নয়নে আগ্রহী এবং উৎসাহী। কিন্তু দুর্নীতি বীমা খাতকে সম্মুখে নেয়া তো দূরের কথা বরং পিছনে নিয়ে যাচ্ছে।

বীমা খাতে দুর্নীতির বিষয়ে কমবেশি সবারই জানা আছে।

বীমা খাতে যেভাবে দুর্নীতি ঘটছে তার সংক্ষিপ্ত একটি চিত্র এখানে তুলে ধরা হলো।

১। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দুর্নীতি প্রতিরোধ করার পরিবর্তে দুর্নীতির সাথে সম্পৃক্ত এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছে।

২। বীমা আইনের প্রতি বীমা কোম্পানির অ-শ্রদ্ধা এবং আইনভঙ্গের প্রবণতা।

৩। ক্ষতি নিরূপনের বেলায় অধিকাংশ বীমা সার্ভেয়ারদের দুর্নীতি।

৪। বাৎসরিক অডিট রিপোর্টে অডিট ফার্মের গোঁজামিল এবং ভুল তথ্য পরিবেশন।

৫। বীমা কোম্পানির মালিক এবং পরিচালকদের নিজস্ব প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে অনীহা।

৬। দাবির বেলায় ভূয়া বা জাল দাবি উত্থাপন।

৭। বীমা খাত নিয়ন্ত্রণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যর্থতা এবং অদক্ষতা।

৮। বীমা খাতে সুশাসনের অভাব ইত্যাদি।

দুর্নীতিকে বীমা খাতের উন্নয়নে এক বিশাল প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা যেতে পারে।

দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বাধীনতার পর থেকে বীমা খাতের যা কিছু অর্জন তার সিংহভাগই দুর্নীতি খেয়ে নিয়েছে।

তাই সরকারের কঠোর এবং সময়োচিত পদক্ষেপ গ্রহণ ব্যতিরেকে বীমা খাতের সার্বিক উন্নয়ন শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপ নেবে না।