মুখ্য নির্বাহী নিয়োগ প্রবিধানমালায় পরিবর্তন ও আমাদের প্রত্যাশা

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: গত ২৪ জানুয়ারি এই পত্রিকায় ‘বড় পরিবর্তন আসছে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী নিয়োগ প্রবিধানমালায়’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে।

এ ব্যাপারে আইডিআরএ’র পূর্বের প্রবিধানমালায় যেসব সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে তা প্রশংসনীয়।

প্রস্তাবিত প্রবিধানমালা বীমা খাতে বীমা শিক্ষায় শিক্ষিত যেমন- একচ্যুয়ারি, এসিআইআই, এফএলএমআই এবং অন্যান্য বীমা ডিপ্লোমাধারীদের জন্য খানিকটা হলেও আশার সঞ্চার করেছে।

এ ব্যাপারে আইডিআরএ’র বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

প্রস্তাবিত প্রবিধানমালায় এটি স্পষ্ট নয় যে, বীমা ডিপ্লোমাধারীদের বেলায় মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে।

এ ক্ষেত্রে আমাদের প্রত্যাশা হচ্ছে- উল্লেখিত ডিগ্রিধারীদের জন্য মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে অভিজ্ঞতার কোন শর্ত গ্রহণযোগ্য নয়।

বীমা খাতে বহু বীমা ডিপ্লোমাধারী কর্মরত আছেন।  বীমা পেশায় শিক্ষিত এবং যোগ্যতাসম্পন্ন এসব ব্যক্তিবর্গ বর্তমানে এ ব্যাপারে শিথিলতা না থাকায় সরাসরি মুখ্য নির্বাহী কর্মকর্তার পদে আবেদন করা থেকে বঞ্চিত হচ্ছে।

বীমা খাতের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বীমা শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এ ব্যাপারে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। বীমা খাতে কর্ম দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানোর ব্যাপারে এর কোন-ই বিকল্প নাই।

বীমা বিশেষজ্ঞদের মতে, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে বীমা ডিপ্লোমাধারীদের বেলায় মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে অভিজ্ঞতার শর্ত বাতিল করা প্রয়োজন বা আবশ্যক।