সন্ধানী লাইফ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মধ্যে একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১২ জানুয়ারি (সোমবার) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত এবং সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
উক্ত অনুষ্ঠানে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আরিফুল ইসলাম, সন্ধানী লাইফের এসভিপি ও সিএফও (সিসি) মো. মাহবুবুর রহমান, কোম্পানী সেক্রেটারি মো. মিজানুর রহমান, এভিপি ব্যাংকাস্যুরেন্স বিভাগ আবদুল্লাহ আল মামুন এবং কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




