বীমা শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ‍দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। আর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় রয়েছে জার্মানি। এবার দু’দেশেই অর্থনীতি ও বীমা শিল্প আরও বেশি সমৃদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুসারে, চীন ও জার্মানির বীমা বাজার ও বাণিজ্যিক কার্যক্রম একে অপরের জন্য উন্মুক্ত থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের বেইজিং সফরে এসে শুক্রবার জার্মানির অর্থমন্ত্রী ওলাফ স্কোলজ চীনের রাষ্ট্রপতি শি জিন পিং দু’দেশের বাণিজ্য ত্বরান্বিত করতে চুক্তিপত্রে সই করেন।

চুক্তি অনুযায়ী, জার্মানির বীমা কোম্পানিগুলো এখন চীনে একক মালিকানাধীন হিসেবে কার্যক্রম শুরু করতে পারবে। এছাড়া জার্মানির পুর্নবীমা কোম্পানিগুলোকে ব্যবসা পরিচালনার জন্য স্বাগত জানিয়েছে চীন।

বিবৃতিতে বলা হয়, চীন দেশি ও বিদেশি সব বীমা কোম্পানিকে একইভাবে মূল্যায়ন করবে এবং সমান সুযোগ নিশ্চিত করবে।

যৌথ বিবৃতিতে দুদেশের নেতাই বলেছেন, তারা দেশের আর্থিক খাতগুলোকে শক্তিশালী ও ফলপ্রসু করতে একে অপরকে সহযোগিতা করবে। একইসঙ্গে অর্থনৈতিক নীতির সমঝোতা, সমন্বয় ও বাস্তবায়নে এই চুক্তি ভূমিকা রাখবে।