মিশরে ৩ বছরে মোটর বীমায় ৩.৪ মিলিয়ন ডলার দাবি পরিশোধ

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিশরে মোটর বীমা বাধ্যতামূলক করার পর তার সুফল পাচ্ছে দেশটির জনগণ। ২০১৯ সালের ৪ আগস্ট থেকে ২০২২ সালের ৪ অক্টোবর এই তিন বছরে মোটর বীমায় দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ হিসেবে ৬৬.১ মিলিয়ন মিশরীয় পাউন্ড বা ৩.৪ মিলিয়ন মার্কিন ডলার বীমা দাবি পরিশোধ করেছে দেশটির নন-লাইফ বীমা কোম্পানিগুলো। স্থানীয় সংবাদমাধ্যম আল মাল নিউজ এ খবর জানিয়েছে ।
মিশরীয় নিয়ন্ত্রক সংস্থা (এফআরএ) কর্তৃক ২০১৯ সালে প্রতিষ্ঠিত বাধ্যতামূলক মোটর বীমার পুলের নির্বাহী পরিচালক ইব্রাহিম লাবিব বলেন, দেশে কোন একটি গুরুতর দুর্ঘটনা হলে সেটির ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ১ মিলিয়ন মিশরীয় পাউন্ড।
ইব্রাহিম লাবিব বলেন, বাধ্যতামূলক মোটর বীমায় গত তিন বছরে এই ধরনের গুরুতর দুর্ঘটনার সংখ্যা ছিল ৩৮২টি, যার ফলে ১৩৭৮ জন নিহত হয় এবং ৭৫৩ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, বাধ্যতামূলক মোটর বীমার পুলের সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিয়ে সমাজের সদস্যদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ডিজিটালাইজেশন এবং জাতীয় ট্রাফিক ডাটাবেসের সাথে লিঙ্কের মাধ্যমে বীমা জালিয়াতি দূর করতেও অবদান রাখে।




