থার্ড পার্টি মোটর বীমা ফের বাধ্যতামূলক করার দাবি বিআইএ’র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে থার্ড পার্টি মোটর বীমা পুনরায় বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’কে পাঠানো হয়েছে।
বিষয়টি বাস্তবায়নের জন্য সেন্ট্রাল রেটিং কমিটির মাধ্যমে থার্ড পার্টি মোটর বীমাপণ্য যুগোপযোগীভাবে প্রস্তুত করতে এবং এর দাবি পরিশোধ প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমের তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত এবং ১২ হাজার ৬০৮ জন আহত হয়েছেন।
আফগানিস্তান, সোমালিয়া ও সাউথ সুদান ব্যতিত পৃথিবীর সকল দেশেই মোটর বীমা বাধ্যতামূলক রয়েছে। যে সকল দেশে কম্প্রিহেন্সিভ মোটর বীমা বাধ্যতামূলক নেই, সে সব দেশে ন্যূনতম থার্ড পার্টি মোটর বীমা বাধ্যতামূলক রয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বীমা ব্যবসা কার্যক্রম শুরুর দিন হতে বিগত ২০১৮ সাল পর্যন্ত তৃতীয় পক্ষের সুরক্ষায় থার্ড পার্টি মোটর বীমা চালু ছিল।
মোটরযানের মাধ্যমে দুর্ঘটনায় কবলিত তৃতীয় পক্ষের আর্থিক নিরাপত্তা প্রদান একটি মৌলিক নাগরিক অধিকার এবং সামাজিক নিরাপত্তার অংশ, যা পৃথিবীর প্রায় সকল দেশের সরকার বীমা কোম্পানির থার্ড পার্টি মোটর বীমার মাধ্যমে নিশ্চিত করে থাকে।
এমতাবস্থায় তৃতীয় পক্ষের সুরক্ষায় দুর্ঘটনা পরবর্তী আর্থিক ঝুঁকি লাঘবের নিমিত্তে থার্ড পার্টি মোটর বীমা পুনরায় বাধ্যতামূলক করা অত্যাবশ্যকীয়।
চিঠিতে আরো বলা হয়, থার্ড পার্টি মোট বীমার বাধ্যবাধকতা উঠিয়ে দেয়ার পর হতে কম্প্রিহেন্সিভ মোটর বীমা করার প্রবণতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

 (1).gif)


