চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী এমদাদ উল্লাহর মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্লাহর মা ফাতেমা বেগম আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।

মোহাম্মদ এমদাদ উল্লাহ তার মা ফাতেমা বেগমের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার মায়ের বয়স হয়েছিল ৭০ বছর। দুই ছেলে ও দুই মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মা ফাতেমা বেগম।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এমদাদ উল্লাহর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারির কলেজ পাড়ায়। বাদ আসর জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

ফাতেমা বেগমের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার ছেলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্লাহ।

চার্টার্ড লাইফের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ইন্স্যুরেন্স নিউজ বিডি।