নতুন সার্কুলার জারি

বীমা দাবি আদায়ে বিরোধ নিষ্পত্তি কমিটির ফি কমালো আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমা দাবি আদায়ে বিরোধ নিষ্পত্তি কমিটি বরাবর আবেদনের ফি কমিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । রোববার (৭ সেপ্টেম্বর) জিএডি সার্কুলার নম্বর- ২০/২০২৫ জারি করে নতুন হারে বিরোধীয় বীমা দাবি নিষ্পত্তির আবেদন ফি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

বিরোধীয় বীমা দাবির পরিমাণের ওপর ভিত্তি করে ৫টি ধাপে লাইফ ও নন-লাইফ খাতের জন্য পৃথকভাবে আবেদন ফি’র হার নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

সার্কুলার অনুসারে লাইফ বীমার ক্ষেত্রে বিরোধীয় বীমা দাবির প্রথম ৩ কোটি ৬০ লাখ টাকায় সর্বোচ্চ ৬৬ হাজার ২২২ টাকা ফি দিতে হবে। এ খাতে বিরোধীয় বীমা দাবি নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। আর সর্বনিম্ন ফি নির্ধারণ করা ১০ হাজার টাকা।

এর আগে বিরোধ নিষ্পত্তি কমিটি প্রবিধানমালা, ২০১২ এর প্রবিধি ৮ অনুসারে ৩ কোটি ৬০ লাখ টাকা লাইফ বীমা দাবি নিষ্পত্তির জন্য ২ শতাংশ হারে ফি দিতে হতো মোট ৭ লাখ ২০ হাজার টাকা।

অপরদিকে নন-লাইফ বীমার ক্ষেত্রে বিরোধীয় বীমা দাবির প্রথম ৯ কোটি ৫০ লাখ টাকায় সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা ফি দিতে হবে। তবে এ খাতে বিরোধীয় বীমা দাবি নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। আর সর্বনিম্ন ফি নির্ধারণ করা ৩০ হাজার টাকা।

তবে বিরোধ নিষ্পত্তি কমিটি প্রবিধানমালা, ২০১২ অনুসারে এই ৯ কোটি ৫০ লাখ টাকা নন-লাইফ বীমা দাবি নিষ্পত্তির জন্য ২ শতাংশ হারে মোট ফি দিতে হতো ১৯ লাখ টাকা।

আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিরোধ নিষ্পত্তি কমিটি) প্রবিধানমালা, ২০১২ এর প্রবিধি ৮ এ বিরোধীয় দাবির অনূর্ধ্ব ২ শতাংশ পরিমাণ ফি নির্ধারণ করা আছে।

এর ভিত্তিতে কত শতাংশ হারে ফি ধার্য করা হবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল না। এই প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা ও অনুযায়ী কর্তৃপক্ষ প্রবিধি-৮ এ বর্ণিত সীমার মধ্যে বিরোধীয় দাবির পরিমাণের ভিত্তিতে নিম্নোক্তভাবে বিরোধ নিষ্পত্তি কমিটির ফি নির্ধারণ করেছে।

লাইফ বীমা পলিসি হতে উদ্ভুত বিরোধের আবেদনের ক্ষেত্রে-

প্রথম ১০  লাখ টাকা বিরোধীয় দাবির ওপর ০.৮ শতাংশ, পরবর্তী ৫০ লাখ টাকা বিরোধীয় দাবির ওপর ০.৪ শতাংশ, পরবর্তী ১ কোটি টাকা বিরোধীয় দাবির ওপর ০.২ শতাংশ, পরবর্তী ২ কোটি টাকা বিরোধীয় দাবির ওপর ০.০৮ শতাংশ এবং অবশিষ্ট বিরোধীয় দাবির ওপর ০.০১ শতাংশ হারে ফি প্রদান করতে হবে।

তবে শর্ত থাকে যে, উপরে বর্ণিত ছক অনুযায়ী নির্ধারিত ফি এর পরিমাণ ১০ হাজার টাকার কম বা ১ লাখ টাকার অধিক হবে না।

নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি হতে উদ্ভুত বিরোধের আবেদনের ক্ষেত্রে-

প্রথম ৫০ লাখ টাকা বিরোধীয় দাবির ওপর ০.৮ শতাংশ, পরবর্তী ১ কোটি টাকা বিরোধীয় দাবির ওপর ০.৪ শতাংশ, পরবর্তী ৩ কোটি টাকা বিরোধীয় দাবির ওপর ০.২ শতাংশ, পরবর্তী ৫ কোটি টাকা বিরোধীয় দাবির ওপর ০.০৮ শতাংশ এবং অবশিষ্ট বিরোধীয় দাবির উপর ০.০১ শতাংশ হারে ফি প্রদান করতে হবে।

তবে শর্ত থাকে যে, উপরে বর্ণিত ছক অনুযায়ী নির্ধারিত ফি এর পরিমাণ ৩০ হাজার টাকার কম বা ৩ লাখ টাকার অধিক হবে না।