বিআইএফ ও এআইই’র শোক প্রকাশ

বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ আলী ভূঁইয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বীমা খাতের বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ আলী ভূঁইয়া আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বীমা নির্বাহীদের সংগঠন এআইই’র মহাসচিব ড. বিশ্বজিৎ কুমার মন্ডল জানান, এম এ আলী ভূঁইয়া ছিলেন এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ (এআইই)’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদ সদস্য। তিনি সাধারণ বীমা করপোরেশনে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও সিটি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এম এ আলী ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এবং এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ (এআইই) । একইসঙ্গে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তারা।

এম এ আলী ভূঁইয়ার জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন এআইই’র মহাসচিব ড. বিশ্বজিৎ কুমার মন্ডল।