চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী এমদাদ উল্লাহর মায়ের মৃত্যুতে বিআইএফ’র শোক

 

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্লাহর মা ফাতেমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) ।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক বার্তায় সংগঠনের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি এস এম নুরুজ্জামান ও মো. নূরে আলম সিদ্দিকী এই শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্লাহর মা ফাতেমা বেগম সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।