গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফারজানা চৌধুরীর পুনর্নিয়োগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ফারজানা চৌধুরীর পুনর্নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী ২৩ আগস্ট ২০২৮ তারিখ পর্যন্ত ৩ বছরের জন্য তার পুনর্নিয়োগ অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।