নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে আইডিআরএ’র চিঠি

ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের আবেদনে মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের ক্ষেত্রে নন-লাইফ বীমা কোম্পানগুলোর জন্য ৮টি নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বুধবার (২৪ ডিসেম্বর) ইস্যু করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত গাইডলাইন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র ছাড়া আবেদন দাখিলের কারণে কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আইডিআরএ’র চিঠিতে উল্লেখ করা হয়, কিছু নন-লাইফ বীমা কোম্পানি ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের সময় নন-লাইফ সার্কুলার নং এফ-১২২/২০১০, তারিখ- ২৮ নভেম্বর ২০১০ এবং নন-লাইফ সার্কুলার নং ৮৮/২০২২, তারিখ- ১৩ জুন ২০২২ এর আলোচ্যসূচী-২৩ এ বর্ণিত প্যাকেজ রেট গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করছে না।

ফলে আবেদন যাচাই ও অনুমোদন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি হচ্ছে।

এই প্রেক্ষিতে কর্তৃপক্ষের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভবিষ্যতে ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের ক্ষেত্রে নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত সার্কুলার অনুযায়ী সকল তথ্য ও কাগজপত্র দাখিল করতে হবে।

যেসব নির্দেশনা মানতে হবে-

নন-লাইফ সার্কুলার নং- এফ-১২২/২০১০, তারিখ- ২৮ নভেম্বর ২০১০ অনুযায়ী সকল তথ্যাদি দাখিল করতে হবে; নন-লাইফ সার্কুলার নং- ৮৮/২০২২, তারিখ- ১৫ ফেব্রুয়ারি ২০২২ এর আলোচ্যসূচী-২৩ এ প্যাকেজ রেটের গাইড লাইন সংক্রান্ত সার্কুলার যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আবেদনের সাথে আলাদা এনেক্সার এ সাম ইনসুরড এর বিস্তারিত ব্যাখ্যা দাখিল করতে হবে; রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশনের রিইন্স্যুরেন্সের স্বীকৃতি পত্র এবং ওভারসিজ রিইন্স্যুরেন্সের ফ্যাক. একসেপটেন্স স্লিপ সংযুক্ত করে দাখিল করতে হবে।

প্যাকেজ রেট এর ক্যালকুলেশন শীটে ট্যারিফ পেইজ উল্লেখপূর্বক তথ্যাদি দাখিল করতে হবে; ইলেক্ট্রিকাল ক্লজ-বি এবং ভ্যালু/ সাম ইনসুরড উল্লেখপূর্বক তথ্যাদি দাখিল করতে হবে;

আবেদনের সাথে ফায়ার পলিসি শিডিউল অবশ্যই দাখিল করতে হবে; এবং এভারেজ রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই সাম ইনসুরড ও ট্যারিফ রেট পেইজ উল্লেখপূর্বক তথ্যাদি দাখিল করতে হবে।

নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, এ নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী সকল ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের আবেদন এই নির্দেশনার আলোকে মূল্যায়ন করা হবে।

আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) ও সিআরসি’র সদস্য সচিব মনিরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে আরো বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এসব নির্দেশনা জারি করা হয়েছে এবং অবিলম্বে এগুলো কার্যকর হবে।