মেঘনা লাইফের শেয়ার দর সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক বাজার গত এক মাসের তুলনায় ঊর্ধ্বমুখী। তবে ডিএসই’তে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানিগুলোর শেয়ার দর নিম্নমুখী। এরমধ্যে সবচেয়ে বেশি কমেছে মেঘনা লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার প্রতি ১ দশমিক ২ টাকা কমেছে।

মেঘনা লাইফের শেয়ার দর ৬৪ দশমিক ২ টাকা থেকে শতকরা ১ টাকা ৮৭ পয়সা কমে প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৩ টাকা। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৬ হাজার ৮৪৯টি শেয়ার ৮৯ বার হাত বদল হয়ে লেনদেন হয়েছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানি কর্তৃপক্ষ ২০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০১৪ সালে যার পরিমাণ ছিল ১৪ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমাণ ৬০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩ কোটি ৯৬ লাখ।