লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বীমাখাতে আজ বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ২ লাখ ১৪ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই তথ্য অনুযায়ী, কোম্পানিটির মূল্য সূচক ২ দশমিক ২ টাকা বেড়েছে। শেয়ার দর ১০৬ দশমিক ২ টাকা থেকে শতকরা ২ দশমিক ৭ পয়সা বেড়ে প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৪ টাকা। কোম্পানিটির আজ ৩ হাজার ১৬ বারে ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ৮৩৮টি শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়া দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইষ্টি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির মূল্য সূচক ২ দশমিক ১ পয়েন্ট বেড়েছে। শেয়ার দর ৭৪ দশমিক ১ টাকা থেকে শতকরা ২ দশমিক ৮৩ পয়সা বেড়ে প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৭৬ দশমিক ২ টাকা।