পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তপন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি নন লাইফ বীমাখাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তপন চৌধুরী। তিনি উক্ত কোম্পানির একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার।
তপন চৌধুরী বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড চেয়ারম্যান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির একজন সদস্য। একই সাথে তিনি বর্তমানে বাংলাদেশ ফেলোশিপ ফাউন্ডেশন (বিএফএফ), বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ ফেলোশিপ ট্রাস্ট (বিবিএফএফটি) ও কুর্মিটোলা গল্ফ ক্লাবের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় তপন চৌধুরী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই ভাবে তিনি ঢাকা মেট্রোপলিটন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সাবেক সভাপতি।