গ্রাহকদের কোন পাওনা অপরিশোধিত থাকবে না: পদ্মা লাইফ চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর এনআরএম বোরহান উদ্দিন বলেছেন, পদ্মা ইসলামী লাইফের দায়িত্ব আমরা নিয়েছি। তাই এখন থেকে আর কোন গ্রাহকের পাওনা অপরিশোধিত থাকবে না। দ্রুত গ্রাহকদের পাওনা পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান দেওয়ান নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কোম্পানির সিইও ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন।
আমানত রক্ষা করা ইসলামের বিধান উল্লেখ করেন পদ্মা ইসলামী লাইফের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর এনআরএম বোরহান উদ্দিন আরো বলেন, আমাকে আমানতদারীর দায়িত্ব দেয়া হয়েছে। সুতরাং মানুষের এই আমানত রক্ষা করা এখন আমার দায়িত্ব।
সভায় কোম্পানির ডিএমডি মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন ও হুমায়ূন কবিরসহ মানিকগঞ্জ জোনাল হেড কোয়ার্টার ইনচার্জ ও এসজিএম (সেলস) বশির উদ্দিন মোল্লা এবং ফরিদপুর জোনাল হেড কোয়ার্টার ইনচার্জ ও জিএম (সেলস) খন্দকার মাসুদ (মঞ্জু) উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)