বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের কর্মী প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র বাড্ডা মডেল সার্ভিস পয়েন্টের উদ্যোগে কর্মী প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে আইডিয়াল ওয়ার্ল্ড চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বর এসএম ইব্রাহীম হোসেন, কোম্পানির অবলিখন ও দাবি বিভাগের জিএম মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং ডিজিএম ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ নিজাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি মিসেস সুফিয়া ইসলাম, জেইভিপি মো. আবু জাফর, জেইভিপি মো. বনি আমিন, জেইভিপি বলাই লাল বর্ম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিষয়ে সফল কর্মকর্তা ও কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।