ফরিদপুরে পদ্মা ইসলামী লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি ফরিদপুর অঞ্চলের গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করেছে। কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস) বশির উদ্দিন মোল্লা উপস্থিত থেকে এসব চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার (সেলস) খন্দকার মাসুদ (মঞ্জু)সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সকল জোন ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পদ্মা ইসলামী লাইফ কর্তৃপক্ষ।