জেনিথ ইসলামী লাইফের সংগঠন প্রধানদের সমন্বয়ে ব্যবসা পর্যালোচনা সভা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সংগঠন প্রধানদের সমন্বয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ।

সভায় অর্ধ বার্ষিক ক্লোজিংয়ে সর্বোচ্চ ১ম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম অর্জনকারী ২ জন সিনিয়র কর্মকর্তা যথাক্রমে মুহাম্মদ কামরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এবং মুহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন)’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান।