প্রগতি লাইফের সাথে জিরো গ্র্যাভেটি’র গ্রুপ বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সম্প্রতি গ্রুপ লাইফ ও হেলথ বীমার চুক্তি স্বাক্ষর করেছে জিরো গ্র্যাভেটি। প্রগতি লাইফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া ও জিরো গ্র্যাভেটি’র সিইও জিশান কিংসুখ হক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে জিরো গ্র্যাভেটি এর সকল কর্মকর্তা ও কর্মচারিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গ্রুপ লাইফ ও হেলথ বীমা সেবা প্রদান করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর ডিজিএম মীর মোঃ শফিউল আলম কমল এবং জিরো গ্র্যাভেটি এর সিনিয়র ম্যনেজার (মানবসম্পদ ও প্রশাসন) হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।