জেনিথ ইসলামী লাইফের বিকেএসপি সার্ভিস সেন্টার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: বিকেএসপি সার্ভিস সেন্টার উদ্বোধন ও উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শুক্রবার শাখাটির উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহতাব উদ্দীন, কোম্পানি সেক্রেটারি মো. আবদুর রহমান এবং গাজীপুর ১ নং ওয়ার্ড এর বিশিষ্ট সমাজ সেবক মো. আবদুর রহিম খান।

বিকেএসপি সার্ভিস সেন্টার ইনচার্জ মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির জেইভিপি মো. মিলন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ।