বিআইএ’র ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এর সভাপতিত্বে সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, পরিচালক এবং মূখ্য নির্বাহীদের উপস্থিতিতে সভায় ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৭ সালের অডিট রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয় এবং ২০১৮ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নির্ধারণ করা হয়।
প্রফেসর রুবিনা হামিদ, প্রথম ভাইস-প্রেসিডেন্ট, বিআইএ, একেএম মনিরুল হক, ভাইস-প্রেসিডেন্ট, বিআইএ, বিবিধ আলোচনায় মেজর জেনাঃ আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), চেয়ারম্যান, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্স, নিজাম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, মেঘনা লাইফ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স, নাসির উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান, কর্ণফুলি ইন্স্যুরেন্স, মিস ফারজানা চৌধুরী, মূখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরন্স, পি, কে, রায়, এফসিএ, মূখ্য নির্বাহী কর্মকর্তা, রূপালী ইন্স্যুরেন্স, বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবঃ), মূখ্য নির্বাহী কর্মকর্তা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স বক্তব্য রাখেন।
বক্তরা বীমা শিল্পের বিকাশে সমস্যাসমূহ চিহ্নিত করে তা সমাধানের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। পরিশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সমাপনি বক্তব্যে সকলকে একযোগে বীমা শিল্পের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান।