প্রগতি লাইফের সঙ্গে নাথান এসোসিয়েটস লন্ডন’র চুক্তি স্বাক্ষর
ডেস্ক রিপোর্ট: ইউকে এইড এর অর্থায়নে “বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠির জন্য ব্যবসায় অর্থনীতি” (বিএফপি-বি) কর্মসূচির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নাথান এসোসিয়েটস লন্ডন ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের জন্য বীমা স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রগতি লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম জে আজিম ও নাথান এসোসিয়েটস লন্ডনের ডিরেক্টর বুদ্ধিকা সামারাসিংহে সম্প্রতি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই স্কিম বীমার মাধ্যমে ঝুঁকি নিবারক কৌশল যা ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের অর্থনৈতিক স্থিতিশিলতা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইনাফি বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. আতিকুন নবী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার, অপারেসন্স এস এম জিয়াউল হক এবং নাথান এসোসিয়েটস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইনাফি বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
প্রকাশের তারিখ-৮ ডিসেম্বর, ২০১৬