আইডিআরএ এমপ্লয়িজ এসোসিয়েশনের যাত্রা
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এমপ্লয়িজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে। গত ২৯ নভেম্বর, ২০১৬ ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় নতুন সংগঠন “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এমপ্লয়িজ এসোসিয়েশন” এর যাত্রা শুরু হয়। তানিয়া আফরিনকে সভাপতি ও মো. আবুল হাসনাতকে সাধারণ সম্পাদক করে প্রথমবারের মতো ৩১ সদস্য বিশিষ্ট এ এসোসিয়েশন গঠন করা হয়েছে। আজ রবিবার আইডিআরএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বীমা খাতের সার্বিক উন্নতিকল্পে সরকার তথা কর্তৃপক্ষের কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বোপরি কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি সংরক্ষণের জন্য এসোসিয়েশনটি পথচলা শুরু করে। কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও স্বতঃফুর্ত কন্ঠভোটে কর্মকর্তা তানিয়া আফরিন সভাপতি এবং মো. আবুল হাসনাত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩১ (একত্রিশ) সদস্যবিশিষ্ট উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে মোহাম্মদ মোর্শেদুল মুসলিম, সহ সভাপতি জিনিয়া আক্তার এবং সাংগাঠনিক সম্পাদক পদে মো. মির্জা আবু ইউসুফ নির্বাচিত হয়েছেন।
প্রকাশের তারিখ- ১১ ডিসেম্বর, ২০১৬