ফরিদপুরের আলফাডাঙ্গায় জেনিথ লাইফের মতবিনিময় ও উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আলফাডাঙ্গা এজেন্সি অফিসে মত বিনিময় ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডিএমডি মো. ইউসুফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আবদুর রহমান ও পিডি মো. মাহবুবুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

আলফাডাঙ্গা এজেন্সি অফিসের ইনচার্জ ও এসইভিপি মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফরিদপুর অঞ্চলের প্রায় পঞ্চাশ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় মূখ্য নির্বাহী কর্মকর্তা সকলকে সততার সাথে কাজ করার জন্য নির্দেশ দেন এবং একই সাথে নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রদান করেন।