ন্যাশনাল লাইফের সাথে এনআরবি ব্যাংকের চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ব্যাংক ইসলামী ক্রেডিট কার্ড গ্রাহকদের সুরক্ষার জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তি সাক্ষর করেছে। সোমবার (৮ মে) কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও এনআরবি ব্যাংকের ডিএমডি শাহিন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি আওতায় এনআরবি ব্যাংকের ইসালামী কার্ডধারী গ্রাহকরা বীমা সুবিধা পাবে।
অনুষ্ঠানে ন্যশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, পরিচালক কাজী মাহমুদা জামান, পরিচালক এয়ার কমোডর (অব.) মোঃ আবু বকর এফসিএ, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ, ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বীমা প্রধান এসভিপি কাজী মোহাম্মদ মহসীন এবং এনআরবি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান খাজা ওয়াসী উল্লাহ উপস্থিত ছিলেন।